
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির বলেছেন, বৈষম্যবিহীন ও মানবিক রাষ্ট্র পরিচালনাই জামায়াতের মূল লক্ষ্য। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। বাংলাদেশকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, হিন্দু-মুসলমানসহ সব জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়, অবিচার কিংবা বৈষম্যের সঙ্গে আপস করা হবে না। তিনি জুলাই আন্দোলনের যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করার কথাও জানান।
তিনি আরও বলেন, অতীতে সীমিত পরিসরে সরকারে থেকে জামায়াত যে ভূমিকা রেখেছে, তা জনগণের সামনে স্পষ্ট। বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতপন্থী শিক্ষার্থীরা নির্বাচিত হয়ে যে দায়িত্বশীল আচরণ করেছে, সেটিই তার প্রমাণ। ক্ষমতায় গেলে পাঁচ বছরের মধ্যেই দেশকে দৃশ্যমানভাবে পরিবর্তন করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের পরিবর্তনের জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
























