
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাকিবের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। বোর্ডের সর্বশেষ সভায় নীতিগতভাবে তাকে দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পর দুই পক্ষের যোগাযোগ জোরদার হয়েছে।
বিসিবি সূত্র জানায়, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাকিবের নিজস্ব অবস্থান বিবেচনায় রেখে এই আলোচনা এগোচ্ছে। বোর্ডের একাধিক পরিচালক জানিয়েছেন, দেশের মাটিতে সাকিবকে একটি সম্মানজনক বিদায় দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
২০২৪ সালের আগস্টের পর থেকে সাকিব দেশে ফেরেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার আগ্রহ থাকলেও সে সময় তিনি মাঠে নামতে পারেননি। পরবর্তীতে পাকিস্তান ও ভারত সফরেও জাতীয় দলের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। এক পর্যায়ে তার অবসর নিয়ে নানা জল্পনা তৈরি হলেও তা চূড়ান্ত হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি এখনো একটি সিরিজ ভালোভাবে খেলে ক্রিকেটকে বিদায় জানাতে চান। বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, সরকারের সঙ্গে সমন্বয় করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সবকিছু ঠিক থাকলে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
























