
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আজ, ২৮ জানুয়ারি ২০২৬ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) (২৬ জানুয়ারি) ৫ হাজার ২৪৯ টাকা বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। অন্য ক্যারেটের দামও নির্ধারণ করা হয়েছে,
২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা,
১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা,
এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
২০২৬ সালের শুরু থেকে দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১১ বার দাম বৃদ্ধি এবং ৩ বার কমানো হয়েছে।

























