
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কওমি মাদ্রাসা জামায়াতের হৃদয় ও কলিজা। ইসলামি শিক্ষাকে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধারণ করে রেখেছেন, তারা কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। বরং কওমি মাদ্রাসাই ইসলামি শিক্ষার মূল ধারাকে জীবিত রেখেছে।
তিনি আরও বলেন, কওমি মাদ্রাসার সঙ্গে পরামর্শের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। এই শিক্ষাব্যবস্থাকে কীভাবে আরও কার্যকর, আধুনিক ও ফলপ্রসূ করা যায়, তা নিয়ে জামায়াত আন্তরিকভাবে কাজ করবে।
জামায়াত আমির বলেন, আমরা শুধু মুখের কথা বলি না। দায়িত্ব পেলে কাজের মাধ্যমে প্রমাণ করব, কওমি মাদ্রাসা ও আলেম সমাজের উন্নয়নে জামায়াতে ইসলামী কী ভূমিকা রাখতে পারে।
সমাবেশে তিনি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদানের প্রশংসা করেন এবং এ শিক্ষাধারাকে সম্মান ও মর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
























