
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া শত শত ফিলিস্তিনির মধ্যে বেশ কয়েকজনের শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনির মধ্যে অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজার বাসিন্দা আলা আল-বায়ারি জানিয়েছেন, ইসরায়েলি কারাগারে তিনি নানা ধরণের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, “আমরা নগ্ন করে রাখা হয়েছিল, আমাদের উপর পানি নিক্ষেপ করা হয়েছিল, এবং তারপর বিদ্যুৎ (বৈদ্যুতিক শক) ব্যবহার করা হয়েছিল।” তিনি আরও জানান, মুক্তির পর তিনি এক বছরের মেয়ের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছেন।
রামাল্লায় মুক্তি পাওয়া বন্দি ইয়াহিয়া শ্রিদা ইসরায়েলি কারাগারগুলোকে ‘কবরস্থান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমাদের কষ্টের অবস্থাটা এমন ছিল, যা পাহাড়ও বয়ে নিয়ে যেতে পারে না।
বিভিন্ন পরিবারের সদস্যরা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের দেখার পর কান্নায় ভেঙে পড়েছেন। তাদের বেশ কয়েকজনের হাত-পা কাটা বা গুরুতর আহত অবস্থায় ছিল। এছাড়াও, এক ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজায় পৌঁছানোর পর পরিবারের এক সদস্য তার মুক্তিপ্রাপ্ত আত্মীয়ের অবস্থা দেখে শোক প্রকাশ করেছেন।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা নিশ্চিত করেছেন যে, তারা ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অত্যন্ত বর্বর নির্যাতন সহ্য করেছেন।