
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত হলো আট বছরের শিশু আছিয়ার জানাজা। ধর্ষণের শিকার হয়ে নির্মম মৃত্যুর পর, তার মরদেহ সন্ধ্যা সাড়ে ৬টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়।
জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইবনে শায়খুল হাদীস ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
আছিয়ার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন, আর মাগুরার মানুষের চোখে মুখে শুধুই বেদনা আর ক্ষোভ। আছিয়ার জন্য ন্যায়বিচারের দাবিতে ফুঁসে উঠেছে জনতা।