
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শহিদ রাজি বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে, আহত হয়েছেন ৭৫০ জনেরও বেশি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির বৃহত্তম ও আধুনিক এই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে বিস্ফোরণের পর নাশকতার আশঙ্কা করা হলেও, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, কোনো নাশকতার প্রমাণ মেলেনি। তিনি জানান, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটে। পাশাপাশি গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভয়াবহ বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও কম্পন অনুভূত হয়।
সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ছোট একটি আগুন থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়, যা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম এবং দাহ্য পদার্থের কারণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণস্থলে সালফারের মতো গন্ধ পাওয়া গেছে এবং একাধিক বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরিত কনটেইনারগুলোর ভেতরে ঠিক কী ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ইরানি বার্তাসংস্থা ইরনার বরাতে জানা গেছে, শহিদ রাজি বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দরগুলোর একটি। এটি হরমুজ প্রণালির উত্তর দিকে, বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়েই বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।