
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এশতাওল বন থেকে শুরু হওয়া আগুন দ্রুত বিস্তার লাভ করে পার্শ্ববর্তী পাহাড়, জনপদ ও সড়কপথে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং জেরুজালেম-তেল আবিব সংযোগকারী ‘১ নম্বর মহাসড়ক’ বন্ধ করে দিতে হয়েছে।
জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের শীর্ষ কর্মকর্তা একে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসেবে অভিহিত করেছেন। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। ইতোমধ্যে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া সহায়তা চাওয়া হয়েছে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছ থেকেও।
ইসরায়েলি সেনাবাহিনী, ১২০টি অগ্নিনির্বাপক দল এবং উদ্ধার ইউনিট পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। তিনটি সম্প্রদায়ের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
অবাক করা বিষয় হলো—জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা তাদের অগ্নিনির্বাপক দল পাঠাতে চায়। তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। আগেও বড় ধরনের দাবানলে ফিলিস্তিনি দলগুলো সহায়তা করেছে।