
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব ডেস্ক,: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ১১ মে রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “আমি বিশ্বাস করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে।”
তিনি দাবি করেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং ‘জুলাই আন্দোলন’এর কর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের নিরাপত্তার জন্য এ নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল।
তার মতে, ইতিহাসে বহুবার মানবতাবিরোধী অপরাধ ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, “জার্মানি ও ইতালিতে নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিষিদ্ধ করা হয়েছিল। স্পেন ও বেলজিয়ামেও এমন নজির রয়েছে।”
তিনি আরও দাবি করেন, “জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্ব, দলীয় কর্মী ও সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী জঘন্য অপরাধে জড়িত ছিল। তারা গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে ও বিপুল তহবিল বিদেশে পাচার করেছে।”
তার ভাষ্য, “গণতান্ত্রিক বিশ্বে কেউই নির্লজ্জ খুনি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষ নেবে না। তাই আমরা এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না।”