
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেতা ও পেশায় চিকিৎসক ডা. এজাজুল ইসলাম সাম্প্রতিক সময়ে একটি অনলাইন খাদ্যপণ্য বিজ্ঞাপনে যুক্ত হওয়ায় বড় ধাক্কা খেয়েছেন। তিনি জানান, ‘খাঁটি-ঘি’ নামে প্রতিষ্ঠানটির পণ্য বিজ্ঞাপনে অংশ নেয়ার পর ভোক্তারা প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
ডা. এজাজ জানান, বিজ্ঞাপনের সময় প্রতিষ্ঠানটি তাকে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন)-এর অনুমোদন দেখিয়েছে। অনুমোদনের ভিত্তিতে তিনি বিজ্ঞাপনে অংশ নেন। কিন্তু ভোক্তাদের অভিযোগে দেখা গেছে, পণ্যের মান অনেক নিম্নমানের, যার ফলে ক্রেতারা প্রতারণার শিকার হয়েছেন।
এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তর ডা. এজাজকে তলব করে। তিনি অফিসে গিয়ে লিখিতভাবে জানিয়েছেন যে, প্রতিষ্ঠানটি যদি ভেজাল বা নিম্নমানের পণ্য বিক্রি করে থাকে, তা যেন যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিজ্ঞতার পর অভিনেতা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি আর কখনো কোনো খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিজেকে যুক্ত করবেন না।
ডা. এজাজুল ইসলাম বলেন, “সব জায়গায় অসৎ মানুষের ভিড় রয়েছে। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিজেকে আর কখনো যুক্ত করব না। ভোক্তাদেরও সতর্ক থাকার অনুরোধ রইল।”



























