
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গত ২২ নভেম্বর দেশে ইতিহাসের অন্যতম তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটে চলে, কেউ কেউ নিজের সন্তানকে নিয়ে যেতেও ভুলে গিয়েছিলেন। সেই মুহূর্তে হিফজখানার এক শিক্ষক নিজের জীবন ঝুঁকিতে ফেলে ছাত্রদের নিরাপদ স্থানে রাখার দায়িত্ব পালন করেন।
ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষককে প্রশংসিত করা হয়। সেই শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, যিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক।
গত সোমবার (২৪ নভেম্বর) তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ তাকে এই মানবিক ও সাহসিক কাজের জন্য বিশেষ সম্মাননা প্রদান করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম।
ভিডিওতে দেখা যায়, শফিকুল ইসলাম ভূমিকম্প শুরু হওয়ার সময় রুমে বিছানায় শুয়ে মোবাইলে চোখ রাখছিলেন। হঠাৎ কাঁপুনি শুরু হলে তিনি সরাসরি ছাত্রদের দিকে ছুটে যান, দুই ছাত্রকে দুইটি খাট থেকে নিরাপদ স্থানে নামিয়ে নিয়ে আসেন। তার এই দায়িত্বশীল ও সাহসী কাজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা প্রকাশ করা হয়েছে।
শিক্ষক এই সম্মাননা গ্রহণের সময় বলেন, “ছাত্রদের জীবন নিরাপদে রাখা আমাদের দায়িত্ব। এই মুহূর্তে তাদের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি শুধু আমার কর্তব্য করেছি।




























