
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে গণভোটে অংশ নিতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, রংপুর এমন একটি জনপদ, যেখানে আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদের রক্ত মিশে আছে। তারা যে স্বপ্ন ও আদর্শ নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, শহীদদের ত্যাগ ভুলে গেলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব।
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, সেটিই দেশের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত কিংবা ডামি নির্বাচনের যুগ শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেকেই রংপুরকে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে দেখে, কিন্তু বাস্তবে এই অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। বিএনপি ক্ষমতায় গেলে রংপুরকে নতুনভাবে গড়ে তোলা হবে। কৃষিজাত পণ্যের ওপর ভিত্তি করে শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা এবং কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার কথাও বলেন।
কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সুবিধা দেওয়া হবে। অন্তত একটি ফসলের জন্য বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন তিনি।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি, এখন আপনাদের সিদ্ধান্ত জানানোর সময়। এ সময় উপস্থিত জনতা ‘ধানের শীষ’ স্লোগানে মাঠ মুখরিত করে তোলে। তিনি ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি রাত সাড়ে ৮টার দিকে সভামঞ্চে পৌঁছান। এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে নেতাকর্মীদের অভ্যর্থনার কারণে পূর্বনির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে তিনি সভাস্থলে পৌঁছান।
এর আগে সন্ধ্যায় তিনি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের রংপুর সফর ঘিরে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
























