
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পর্যবেক্ষকদের কাজ শুধু নির্বাচন পর্যবেক্ষণ করা, রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করা নয়।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ আহ্বান জানান।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য একটি, জাতিকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্য পূরণে পর্যবেক্ষক সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তাদের দায়িত্ব অনিয়ম শনাক্ত করে তা তুলে ধরা; রাজনৈতিক মন্তব্য বা পক্ষপাতদুষ্ট অবস্থান নয়।
তিনি আরও বলেন, অতীতে যা ভুল হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইসি। জনগণের আস্থা অর্জন করতে হলে নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে হবে, আর সে জন্য সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।



























