সর্বশেষ
৯৩ রানে অলআউট হয়ে ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে!
অবিশ্বাস্য হলেও সত্য” হাসিনার পরিণতি সম্পর্কে সালাউদ্দিন কাদেরের ভবিষ্যৎবাণী শতভাগ মিলল! কী সেই ভবিষ্যৎবাণী?
যেদিন গ্রেপ্তার হবে, ঠিক সেই দিনই ফাঁসি কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে অবশেষে হাসিনার ফাঁসির রায়! দেশব্যাপী খুশির বন্যা
গণহত্যা মামলায় হাসিনার রায় পড়া চলছে, তবে কি হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হতে চলেছে?
হাসিনার বিরুদ্ধে রায় পাঠ শুরু, ট্রাইব্যুনালে উত্তেজনা-৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার
হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয় ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমকে হ’ত্যার হুমকি
খুনি হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও তার অবিচারের বিচার শেষ হবে নাঃ শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ
ভুটানকে আমরা ৬ গোল দিয়েছি হামজার বাংলাদেশকে ৭ গোল দিবো উইলিয়ামসকে নিয়ে ভারতীয়দের হুমকি!
সাধারণ নুডলসেই পেতে পারেন আসল কোরিয়ান স্বাদ, ঘরেই বানানোর সহজ পদ্ধতি
ঢাকায় সহিংসতা রোধে ডিএমপি’র স্পষ্ট বার্তা: যারা হামলা করবে তাদের গুলি করা হবে
নেতানিয়াহুর ঘোষণা: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া হবে না
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ
হাসিনার গণহত্যার রায়ের অপেক্ষায় জাতি আজ ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ১

অঙ্কুরিত আলু খাওয়া কি নিরাপদ? বিশেষজ্ঞরা জানালেন বিপদের সত্যি কথা

Our Times News

অঙ্কুরিত আলু খাওয়ার ঝুঁকি

আওয়ার টাইমস নিউজ।

লাইফস্টাইল: বাড়িতে রাখা আলু অনেক দিন থাকলে চোখ বা অঙ্কুর বের হয়। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, এমন আলু কি খাওয়া নিরাপদ, নাকি ফেলে দেওয়া উচিত? কেউ মনে করেন অঙ্কুর কেটে ফেললেই চলবে, আবার অনেকেই সতর্ক করেন অঙ্কুরিত আলু হতে পারে বিষাক্ত। বিশেষজ্ঞরা বলছেন, একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আলুতে স্বাভাবিকভাবেই থাকে সোলানিন ও চাকোনিন নামের গ্লাইকোঅ্যালকালয়েড। সাধারণ মাত্রায় এগুলো ক্ষতিকর না হলেও অঙ্কুর বের হওয়ার সঙ্গে সঙ্গে এসব উপাদানের পরিমাণ দ্রুত বাড়ে। অঙ্কুরিত আলু খেলে বমি, ডায়রিয়া, পেটব্যথা দেখা দিতে পারে। মাত্রা বেশি হলে রক্তচাপ কমে যাওয়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া, জ্বর, মাথাব্যথা বা এমনকি প্রাণঘাতী ঝুঁকিও তৈরি হতে পারে। ছোট কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় অঙ্কুরিত আলু খেলে জন্মগত ত্রুটির সম্ভাবনা বাড়তে পারে, তাই গর্ভবতী নারীদের জন্য এটি আরও বিপজ্জনক।

বিশেষজ্ঞরা বলছেন, আলুর চোখ, অঙ্কুর, সবুজ অংশ বা আঘাতপ্রাপ্ত জায়গায় গ্লাইকোঅ্যালকালয়েড সবচেয়ে বেশি থাকে। এগুলো ফেলে দিলে ঝুঁকি কিছুটা কমে। খোসা ছড়িয়ে ভেজে রান্না করলে বিষাক্ততা কিছুটা হ্রাস পেতে পারে, তবে সেদ্ধ বা বেক করলে তেমন কোনো উপকার পাওয়া যায় না। গুরুত্বপূর্ণ হচ্ছে, এই পদ্ধতিগুলো সম্পূর্ণ নিরাপদ কি না, সেটি নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টার বলছে, অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু না খাওয়াই সবচেয়ে নিরাপদ।

অঙ্কুরিত হওয়া এড়াতে প্রয়োজন অনুযায়ী আলু কেনা, ভেজা বা ক্ষতিগ্রস্ত আলু বাদ দেওয়া এবং শুকনো, ঠান্ডা, অন্ধকার জায়গায় সংরক্ষণ করা জরুরি। অনেকেই বলেন পেঁয়াজের পাশে রাখলে আলু দ্রুত অঙ্কুরিত হয়, তবে এ বিষয়ে বিজ্ঞানসম্মত প্রমাণ নেই।

সর্বশেষ পরামর্শ: অঙ্কুরিত আলুর বিষাক্ততা স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে, তাই ঝুঁকি না নিয়ে এমন আলু খাওয়া থেকে বিরত থাকাই ভালো।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত