
আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়। খবর আলজাজিরা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বর্ষণ করেছে। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশে পৃথক বিমান হামলায় আরও চারজন নিহত হওয়ার খবর দিয়েছে তালেবান প্রশাসন।
পাকিস্তানের পক্ষ থেকে এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্ত অঞ্চলে উত্তেজনা বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
এদিকে অনেক মুসলিম বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সেনা প্রধান ট্রাম্পের সাথে বৈঠকের পর পাকিস্তানের আচরণ ইসরাইলি হায়েনাদের মত রূপ নিয়েছে, খুব শীঘ্রই পাকিস্তানি জনগণ আন্দোলনের মাঠে আফগানিস্তানে মুসলিম শিশু হত্যা’র জবাব দিবে।



























