
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্র সাড়ে চার মাসে পুরো পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে আলোচনায় এসেছে দুই মেধাবী শিক্ষার্থী। মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদুল্লাহ ও হাফেজ জাহিদ হাসান দু’জনেই অকল্পনীয় পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ অর্জন করেছে।
মাত্র ৪ মাস ১৫ দিনে হিফজ সম্পন্ন করেন মোহাম্মদুল্লাহ, আর ৪ মাস ২০ দিনে সম্পন্ন করেন জাহিদ। অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হওয়ায় মাদ্রাসার সুনাম আরও ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “এত কম সময়ে হিফজ শেষ করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, ধৈর্য আর শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি জানান, দু’জনই অত্যন্ত মনোযোগী ও নিয়মিত পরিশ্রমী ছিল। “আল্লাহর মেহেরবানিতে তারা এমন সাফল্য অর্জন করতে পেরেছে।”
শিক্ষার্থী মোহাম্মদুল্লাহ বলেন,
“অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। হুজুরদের পরিশ্রম, আর আম্মু–আব্বুর দোয়াই আমাকে শক্তি দিয়েছে।”
অন্যদিকে জাহিদ বলেন,
“হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে ও হুজুরদের সহযোগিতায় আজ তা পূরণ হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।”
























