আওয়ার টাইমস্ নিউজ।
ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হারের পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইশান কিশান ও কোহলির ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডকে তারা হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান তুলে ইংলিশরা। জবাবে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি ইংল্যান্ডের। শূন্য হাতে ফেরেন জস বাটলার। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন জেসন রয় ও মালান। দু’জন মিলে যোগ করেন ৬৩ রান।
এরপর জনি বেয়ারস্টো আউট হন ২০ রান করে। শেষ দিকে অধিনায়ক মরগানের ২৮ ও বেন স্টোকসের ২৪ রানে ৬ উইকেটে ১৬৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুরানের শিকার হন লোকেশ রাহুল। এরপর অভিষেক হওয়া ইশান কিশান ও দলপতি বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথ সুগম হয় স্বাগতিকদের। অভিষেকেই মারকুটে ইনিংস খেলেছেন ইষান। তুলে নেন ফিফটি।
আদিল রশিদের বলে ফিরে যাওয়ার আগে ৩২ বলে করেন ৫৬ রান করেন ঈশান কিশান। তবে তাণ্ডব চালাতে থাকেন কোহলি ও পান্ত। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। অন্যপ্রান্তে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পান্ত আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ভারত।