
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ সার্কিট হাউস থেকে গাজীপুরে জনসভায় যাওয়ার পথে বাস থামিয়ে এক কিশোরীর কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ানের ইশারায় তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি নিজে বাস থামানোর নির্দেশ দেন। বাস থামার পর রেয়ান বাসের দরজার কাছে এসে তার অনুভূতির কথা প্রধান অতিথি তারেক রহমানকে জানান।
রেয়ান বলেন, আমি রাজনীতির প্রতি আগ্রহী। ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে মানুষের সেবা করতে চাই। আপনার সঙ্গে দেখা করা আমার জন্য স্বপ্নের মতো।
তারেক রহমান কিশোরীর মাথায় হাত বুলিয়ে তার সঙ্গে হাত মেলান। রেয়ান সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি তারেক রহমানের হাতে তুলে দেন, যা তিনি গ্রহণ করেন।
রেয়ানের বাবা আবু বক্কর সিদ্দিক সোহেল জানান, আমাদের পুরো পরিবার বিএনপির সঙ্গে যুক্ত। মেয়েটি দীর্ঘদিন তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছিল। উনি গাড়ি থামিয়ে ওর সঙ্গে কথা বলায় আমরা কৃতজ্ঞ।
























