
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন জানিয়ে অনলাইনে কার্যক্রম চালানোর অভিযোগে আট সাংবাদিক ও ইউটিউবারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসদমন আদালত। শুক্রবার দেওয়া এই রায়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
আদালত রায়ে উল্লেখ করেছে, দণ্ডপ্রাপ্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ইমরান খানের পক্ষে এমন বক্তব্য ও প্রচারণা চালিয়েছিলেন, যা পাকিস্তানের প্রচলিত আইনে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচিত। বিচারকদের মতে, এসব কার্যক্রম জনমনে ভয়, অস্থিরতা ও রাষ্ট্রবিরোধী মনোভাব উসকে দিতে সহায়ক হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, ভাষ্যকার হায়দার রেজা মেহদি এবং বিশ্লেষক মইদ পিরজাদা। তাদের অধিকাংশই বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করায় বিচার চলাকালে আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর দেশটির বিভিন্ন এলাকায় যে সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে অনলাইন উসকানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় সেনা স্থাপনায় হামলা ও রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে তোষাখানা দুর্নীতি সংক্রান্ত দ্বিতীয় মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
এই রায় পাকিস্তানে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স





























