
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কিংবা রাজনৈতিক কার্যক্রমে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। এ বিষয়ে যারা বিভিন্নভাবে কথা বলছেন, তাদের দাবিকে তিনি বাস্তবতা-বিবর্জিত ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমান বাস্তবতায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় নিষিদ্ধ রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করার প্রস্তাব জনগণের প্রত্যাশা ও আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে যে বিচারিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই দলের নির্বাচন বা সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই নীতিতেই সরকার অটল রয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।





























