
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে ওয়াজ মাহফিলে বিএনপি নেতার রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব মাহফিলের মঞ্চ থেকে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানালে বহু মুসল্লি ক্ষোভ প্রকাশ করে প্যান্ডেল ত্যাগ করে চলে যান।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া মারকাজুল কুরআন নূরানী ও হাফেজি মাদরাসা মাঠে আয়োজিত ১৮তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লব। প্রায় ৩০ মিনিটের বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন,
“বাংলাদেশে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এবার ফ্যাসিস্টের কারণে আওয়ামী লীগ না থাকায় আলোচনায় এসেছে জামায়াত। আর যাকেই ভোট দিন, কিন্তু জামায়াতকে কেউ ভোট দেবেন না।”
তার এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত অনেক মুসল্লি ক্ষুব্ধ হয়ে প্যান্ডেল থেকে বের হয়ে যান। তারা আয়োজকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আয়োজকদের হিমশিম খেতে হয়।
পরবর্তীতে মুসল্লিদের চাপে সরোয়ার আলম বিপ্লব তড়িঘড়ি করে বক্তব্য শেষ করেন এবং বরিশাল–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে সরোয়ার আলম বিপ্লব বলেন,
“আমি তিন বছর তাবলিগ জামাতে বিভিন্ন দেশে সফর করেছি। সেই অভিজ্ঞতার আলোকে ইসলামের অপব্যবহারকারীদের বিরুদ্ধে সতর্ক করেছি। জামায়াত দুর্গাপূজায় যেসব কার্যকলাপ করেছে এবং জান্নাতের টিকিট বিক্রির মতো কথা বলে, সেই কারণে তাদের ভোট না দেওয়ার অনুরোধ করেছি। কয়েকজন জামায়াতকর্মী হট্টগোল করার চেষ্টা করে। পরে তারা চলে যায়।”




























