
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১নং সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সকাল ৮টা ২৫ মিনিটে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করা হয়। ফায়ার সার্ভিস জানায়, দ্রুত তৎপরতা চালিয়ে ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রোদেলা (১৪), হারিছ উদ্দিন (৫২) ও রাহাব (১৭); কুমিল্লা সদর উপজেলার ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী সন্তান রিশান।
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।




























