
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাসজিদের বাইরে থেকেও এখন শোনা যাচ্ছে আযানের ধ্বনি।
জানা গিয়েছে, তিন ওয়াক্তে নামাজে মাইকের মাধ্যমে আযান দেয়ার অনুমিত দিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। এ বিষয়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জারি করা হয় এ নোটিশ। মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপে ভীষণ খুশি এবং সন্তোষ প্রকাশ করেছে নিউইয়র্কের মুসলিম কমিউনিটি সেন্টারের কতৃপক্ষ। সেখানকার মুসলিমরা এখন মাইকের মাধ্যমে সালাতের ডাক শুনতে পেয়ে ভীষণভাবে আনন্দিত। এবং তারা মার্কিন প্রশাসনের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর নিউইয়র্ক সিটি হলো দ্বিতীয় এমন একটি সিটি যেখানে প্রথমবারের মতো মাসজিদের মাইকে আজান দেয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউইয়র্ক সিটিতে সাড়ে সাত লাখ মুসলমান বসবাস করেন এবং নিউইয়র্ক মেট্রোপলিটন সিটিতে বর্তমান মুসলিমদের সংখ্যা হলো ১৫ লাখেরও বেশি। এখানে বাংলাদেশিদের পরিচালিত কমপক্ষে ৩৫ টি-মসজিদ-সহ সর্বোমোট ১৭৫টি মসজিদ রয়েছে এ সিটির বিভিন্ন অলি-গালিতে।
এর আগে ব্রুকলিনে নূর আল ইসলাম মাসজিদের মধ্যে পবিত্র আজান প্রচারিত হতো মাইকের সাউন্ড সিস্টেমের মাধ্যমে। কয়েক বছর আগে ঐ এলাকাতে বসবাস করা ভিন্ন ধর্মাবলম্বীরা সিটি প্রশাসনের কাছে আপত্তি জানালে সেই বিধি বাতিল করে দেয় প্রশাসন ফলে তখন মসজিদের মাইকে আযান দেওয়া বাতিল হয়ে যায়।



























