
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: এক দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শনিবার (৪ নভেম্বর) বিকেলে অনলাইনের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের নিধন করার পরিকল্পনা করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের আগুন দিয়ে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা সংঘাত উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।



























