
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ইসলামি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম বলেছেন, ‘‘আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণ আগেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারও রুখে দাঁড়াবে। শাপলা চত্বরে, ক্যাম্পাসে, সর্বশেষ জুলাই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ নতুন প্রজন্মকে আন্দোলিত করবে।
সাদিক কায়েম অভিযোগ করেন, ‘‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার শাপলা চত্বর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণহত্যা চালিয়েছে, আবরার ফাহাদকে হত্যা করেছে, জুলাইয়ে আরেক গণহত্যা চালিয়েছে।’’
তিনি সমাবেশে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতের সাত দফা দাবি বাস্তবায়ন করতে আরেকটি বিপ্লবের ডাক দেন তিনি।
জামায়াতের সাত দফার মধ্যে রয়েছে– অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ-আহত পরিবারকে পুনর্বাসন, সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চালু ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।
স্বাধীনতার পর এই প্রথম এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াত।





























