
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সিরিয়ার দারা ও কুনেইত্রা প্রদেশ আবারও ইসরায়েলি গোলাবর্ষণে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় হঠাৎ করেই কামান থেকে একাধিক গোলা নিক্ষেপের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল থেকে দারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়া ও আবদিন এলাকার কৃষিজমির ওপর ছয়টি গোলা নিক্ষেপ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
একইদিন কুনেইত্রা প্রদেশের তাল আল-আহমার আল-শারকি এলাকায়ও পাঁচ দফা গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় পর্যবেক্ষকেরা জানিয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অঞ্চলে ইসরায়েলের সামরিক তৎপরতা দৃশ্যত বেড়ে গেছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে নিয়মিতভাবে স্থল অভিযান, বিমান হামলা এবং অস্ত্রভাণ্ডার, যানবাহনসহ কৌশলগত স্থাপনায় আক্রমণ চালিয়ে আসছে। পাশাপাশি ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় গঠিত বাফার জোনগুলোতেও তাদের উপস্থিতি দিনদিন আরও জোরদার হচ্ছে।
সূত্র: স্থানীয় মিডিয়া শাফাক নিউজ
























