
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ম্যাচটা জিতে গেছে বাংলাদেশ-এমনটাই ভাবছিলেন সমর্থকরা। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে গোল হজম করে হাতছাড়া হয় সহজ জয়।
বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল সফরকারী নেপাল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। ম্যাচের ৫০ মিনিটেই অধিনায়ক জামালের পাস থেকে হামজা অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
গোলের মাত্র তিন মিনিট পরই আবার লিড নেয় বাংলাদেশ। বক্সের ভেতর রাকিবকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেখান থেকে হামজা গোল করে স্কোরলাইন করেন ২-১।
তবে শেষ হাসি হাসা হলো না বাংলাদেশের। যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে গোল হজম করে সমতায় ফেরে নেপাল। ফলে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
ফলাফল হতাশাজনক হলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তবে মিতুল মারমারের দুর্বল গোলকিপিং নিয়েই সমর্থকদের হতাশা যেন প্রকট হয়ে উঠেছে।
বাংলাদেশ ২–২ নেপাল
(বাংলাদেশের পক্ষে হামজার জোড়া গোল)




























