
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর স্বপ্নে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত মানবপাচারকারীদের নির্মম ফাঁদে আটকা পড়ে লিবিয়ায় দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতির শিকার হন ৩১০ বাংলাদেশি। অবশেষে লিবিয়া সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে তারা দেশে ফিরে আসেন। শুক্রবার সকাল ১০টার দিকে একটি চার্টার্ড ফ্লাইট ঢাকায় অবতরণ করলে তাদের দেখতে বিমানবন্দরে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
ফিরে আসা অনেকেই জানান, মানবপাচারকারীদের প্রলোভন ও প্রতারণায় তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। পথিমধ্যে বিভিন্ন অপহরণকারী দলের হাতে জিম্মি হওয়া, মারধর, অর্থ দাবির চাপ ও অনাহারে দিনের পর দিন কাটানো, এসব ভয়ংকর অভিজ্ঞতা স্মরণ করতে গিয়েই অনেকের চোখ ভিজে ওঠে।
বাংলাদেশে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে স্বল্প ভাতা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে। একই সঙ্গে তাদের বলা হয়, মানবপাচারের ঝুঁকি সম্পর্কে আশপাশের মানুষকে সচেতন করার জন্য নিজেদের অভিজ্ঞতা সবাইকে জানাতে।
এর আগে ১ ডিসেম্বর আরও ১৭৩ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে আনা হয়। এখনও লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বহু বাংলাদেশি আটক রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
























