
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরবরাহের ঘাটতির কারণে হঠাৎ বেড়ে যাওয়া লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ক্রেতাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দাম বেড়েছে অনেক, তবুও অনেক এলাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ জানিয়েছেন, আগে যেখানে ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকায় সিলিন্ডার পাওয়া যেত, তা এখন ১৮০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তার মধ্যেও অনেক দোকানে সিলিন্ডার মিলছে না। কেউ কেউ বাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে খাবার কিনতে বাধ্য হয়েছেন।
লাইনের গ্যাসের সাপ্লাইও বেশ অনিয়মিত। কয়েকদিন ধরে অনেক এলাকায় গ্যাস আসছে না বা খুব অল্প পরিমাণে আসছে। রান্না বা দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, সরকারিভাবে দাম নির্ধারণ করলেও মাঠে তা কার্যকর হচ্ছে না। বাজারে সরবরাহের ঘাটতি ও কিছু ব্যবসায়ীর দামের ওপর অতিরিক্ত বাড়তি দাবি করার কারণে ভোক্তারা বিপাকে পড়েছেন।
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলো জানাচ্ছে, বেশিরভাগ কোম্পানি এখন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। ফলে হাতে থাকা কয়েকটি কোম্পানি কিছু পরিমাণে সিলিন্ডার সরবরাহ করছে। দাম বাড়ানোর জন্য সরকারি অনুমতি ছাড়া কোনো কোম্পানি অতিরিক্ত চার্জ নিতে পারবে না।
এদিকে শীতের মৌসুমে বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। এছাড়া আমদানির ক্ষেত্রে জাহাজের সংকটও যোগ হয়েছে। গত মাসে এলপিজি আমদানির পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। সরবরাহ সংকটের কারণে বাজারে সিলিন্ডারের দাম বেড়ে গেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, নির্ধারিত দামের বেশি বিক্রির অভিযোগ আসায় সরবরাহকারীদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। কমিশন বলেছে, আমদানির অতিরিক্ত খরচ প্রমাণিত হলে মূল্য সমন্বয় করা হবে, তবে তার আগে কেউ বাড়তি দাম নেবে না।




























