
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদকে আর বরদাশত করা হবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। কালো হোক বা লাল, কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না। যারা আবার ফ্যাসিবাদের ভাষায় কথা বলবে বা তাদের মতো আচরণ করবে, তাদের পথ বন্ধ করা হবে। আমাদের তরুণ, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ তা বরদাশত করবে না।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষের সঠিক আকাঙ্ক্ষার বিজয়ই গুরুত্বপূর্ণ। এটি কোরআনের আইন অনুসারে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।
জামায়াত আমির সমালোচনা করেন ২০০৯ থেকে ২০২৪ সালের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, “মানুষ নিরাপদে কথা বলতে পারেনি, দুর্নীতি ও লুটপাট বেড়ে গিয়েছিল, কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। রাজনৈতিক ফ্যাসিবাদ শুধু প্রতিপক্ষকেই নয়, আলেম-ওলামার ওপরও আঘাত করেছে।”
তিনি অতীতের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাও স্মরণ করিয়ে বলেন, “ফ্যাসিবাদীরা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল এবং বিদায় নিয়েছে। দেশের আইন-প্রশাসন ও বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে।”
সমাবেশে জামায়াত আমির ছাড়াও বক্তব্য দেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা।
সমাবেশে ৮ দলের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন
নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) প্রতিনিধিত্ব নিশ্চিত করা
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ সৃষ্টি
বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা
























