
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির মাঝে তাকে দেখতে দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ও লন্ডন-ভিত্তিক চিকিৎসক ডা. জুবাইদা রহমান। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকায় এসে শাশুড়িকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করবেন।
শুক্রবার সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করতে বিএনপির পক্ষ থেকে গাড়িবহর অবস্থান নিয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হলেও বেলা ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বিমানের সময়সূচি এক ঘণ্টা পিছিয়েছে, তাই আগমনেও স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, দেশে পৌঁছে স্বল্প বিশ্রামের পরই তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
খালেদা জিয়াকে বহন করার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি কারিগরি কারণে দেরিতে ঢাকায় পৌঁছাচ্ছে বলে জানা গেছে। এয়ারক্রাফটটি অবতরণের পর প্রথমে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর কর্মকর্তারা নিরাপত্তা পরিদর্শন করবেন। তাদের ক্লিয়ারেন্স পাওয়ার পর এভারকেয়ার হাসপাতাল থেকে বিশেষ মেডিক্যাল হেলিকপ্টারে করে খালেদা জিয়াকে বিমানবন্দরে আনা হবে।
বুধবার রাত থেকেই বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ সদস্যরা মোতায়েন রয়েছে। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
























