
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকার পূর্বাচলে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্রীড়া স্থাপনা উদ্বোধনের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের ফুটবলের মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, স্টেডিয়াম নির্মাণের জন্য ১০০ একর জমি বরাদ্দের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। জমি বরাদ্দের প্রক্রিয়া এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, “দিন যত যাচ্ছে আমরা ফুটবলে মান বৃদ্ধি করতে পারছি। মাঠ, স্টেডিয়াম, ট্রেনিং সুবিধা উন্নত হলে আমাদের তরুণ ফুটবলাররা আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে ভোলা, নড়াইল, রংপুর, ফরিদপুর, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, মৌলভীবাজার এবং মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকরা ভার্চুয়ালি অংশ নেন। এ সময় এসব জেলায় নির্মিত নতুন মিনি স্টেডিয়ামের নামফলক উন্মোচন করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন স্টেডিয়াম শুধু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেই সক্ষম হবে না, এতে আধুনিক ট্রেনিং সেন্টার, মিডিয়া হাব, ভিআইপি গ্যালারি, খেলোয়াড়দের আবাসন এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।
























