
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক প্রথম স্থান অর্জন করেছেন। এই প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের হাফেজরা অংশগ্রহণ করে।
প্রথম স্থান অর্জনের জন্য হাফেজ আনাসকে পুরস্কার এবং একটি সনদপত্র দেওয়া হয়েছে। তার অসাধারণ কোরআন তেলাওয়াত এবং হাফেজ হিসেবে দক্ষতা বিচারকমণ্ডলীর কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
হাফেজ আনাস ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার পিতামাতা স্থানীয়ভাবে তাকে সবসময় সমর্থন করে আসছেন। তার এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং ধর্মীয় শিক্ষার প্রতি নতুন প্রেরণা জোগাচ্ছে।
দেশব্যাপী মানুষ এবং ধর্মীয় ব্যক্তিত্বরা আনাসকে অভিনন্দন জানিয়েছেন এবং তার এই জয়কে দেশের জন্য বড় গৌরবের ঘটনা হিসেবে দেখছেন।




























