
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক দিনেই ৯০টি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৯ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।
ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলাগুলো গাজার যোদ্ধাদের সামরিক স্থাপনা ও ভূগর্ভস্থ অবকাঠামোতে চালানো হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান বা প্রমাণ প্রকাশ করা হয়নি। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটারের ছোট্ট উপত্যকায় এমন বিধ্বংসী হামলা বিশ্বের যেকোনো যুদ্ধক্ষেত্রের তুলনায়ও নজিরবিহীন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবির এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জার উপরও হামলা চালিয়েছে। পাশাপাশি ত্রাণপ্রার্থীদের ওপরও বারবার হামলা অব্যাহত রয়েছে, যা মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, সব জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির যে প্রস্তাব তারা দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, ‘‘ইসরায়েলি সরকার আসলে বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।’’ তিনি জানান, হামাস পূর্ণ চুক্তির পক্ষেই আছে — যেখানে যুদ্ধ বন্ধ, গাজা থেকে দখলদার বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি রয়েছে।
গাজায় প্রতিদিনই নারী ও শিশুদের লাশ বাড়ছে। অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তার পথ বন্ধ করে, ত্রাণকেন্দ্র ও উপাসনালয়েও বোমাবর্ষণ করছে দখলদাররা।



























