
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে বড় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘গ্রেপ্তার’ করার দাবির পর ওয়াশিংটন জানায়, আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র গ্রহণ করবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিতে দেশটির প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আসবে। তবে এই দায়িত্ব কতদিন এবং কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা দেননি।
মার্কিন পক্ষের দাবি, রাজধানী কারাকাসে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।
এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট এবং বাইরের কোনো শক্তির এমন পদক্ষেপ দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের শাসনভার জোরপূর্বক গ্রহণ আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক ব্যবস্থার জন্য একটি ‘ঝুঁকিপূর্ণ নজির’ তৈরি করতে পারে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতের অধিকারী ভেনেজুয়েলাকে ঘিরে এই রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্র: আল জাজিরা



























