
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় প্রকাশিত হয়েছে। দীর্ঘ ৬ বছরে তার আয় ও সম্পদের উল্লেখযোগ্য বৃদ্ধি।
২০১৯ সালে রুমিন ফারহানার বার্ষিক আয় ছিল ৪ লাখ ৩৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে আয় ৪ লাখ টাকা এবং ব্যাংক আমানত থেকে ৩৪ হাজার ১০০ টাকা। তবে ২০২৫ সালের হলফনামায় তার ঘোষিত বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকায়। অর্থাৎ ৬ বছরে আয় বেড়েছে ২২ গুণের বেশি।
স্থাবর সম্পদ
রুমিন ফারহানার সম্পদ তালিকায় মায়ের কাছ থেকে পাওয়া একটি ফ্ল্যাট ছাড়াও রয়েছে:
ধানমন্ডির ল্যাবরেটরি রোডে ৫ কাঠা জমি
একই এলাকায় পাঁচটি ফ্ল্যাট
পুরান ঢাকার পল্টনে ১,২৫৮.৮৮৪ বর্গফুট বাণিজ্যিক স্পেস, যার মূল্য ৬৫ লাখ টাকা
অধিকাংশ সম্পত্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, তাই ক্রয়মূল্য দেখানো হয়নি।
নগদ অর্থ ও অন্যান্য সম্পদ
২০১৯ সালে নগদ অর্থ ছিল ৯ লাখ ৮৫ হাজার ৪২২ টাকা। ২০২৫ সালে তা বেড়ে ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা রয়েছে ৩০ লাখ ৪২ হাজার ৬৯৪ টাকা, হাতে নগদ ১ লাখ ৭১ হাজার ৪৭৯ টাকা।
দুটি হলফনামাতেই তার নামে ১০ ভরি স্বর্ণালংকার থাকার তথ্য রয়েছে, যা উপহার হিসেবে প্রাপ্ত। ব্যাংক আমানত, শেয়ার, বন্ড বা অন্য কোনো বিনিয়োগ নেই।
মামলা ও নির্বাচনী ব্যয়
২০১৯ সালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি মামলা চলছিল। সর্বশেষ হলফনামা অনুযায়ী, নতুন একটি মামলা যুক্ত হলেও পূর্বের মামলাগুলি নিষ্পত্তি হয়েছে।
আসন্ন নির্বাচনে রুমিন ফারহানা মোট ২৫ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে ২০ লাখ টাকা নিজস্ব আয় থেকে এবং ৫ লাখ টাকা ধার নেবেন খালাতো ভাই প্রবাসী গালিব মেহেদীর কাছ থেকে।



























