
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় তিনি রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি থাকা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে একটি জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সমাবেশের মঞ্চে তিনি দুইবার লুটিয়ে পড়লেও বসে থেকে বক্তব্য শেষ করেন।
অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার পর তার ইসিজি সম্পন্ন করা হয়েছে এবং এমআরআই পরীক্ষা চলছে। রিপোর্ট হাতে এলে চিকিৎসকরা বিস্তারিত জানাবেন এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম জানিয়েছেন, আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার পাশে পরিবারের সদস্য ও জামায়াতের সিনিয়র নেতারাও রয়েছেন।
দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।





























