আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক আবারও হতাহতের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোরে তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে হামলা চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় মিডিয়া ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দৈনিক ভোরের একটি অভিযানের সময় ওই ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের নাম মাহমুদ আবু সায়ান (১৮)। ইসরাইলি সেনারা সরাসরি তার মাথায় গুলি করে হত্যা করেছে।
এদিকে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেখানকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন ইসরায়েলি সেনা সদস্য একটি সামরিক যান থেকে নেমে এসে আবু সায়ানকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় সরাসরি তার মাথায় গুলি করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।