আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও ৩৬ জন।
মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হওয়া বাসটিতে কমপক্ষে ৫২ জন যাত্রী ছিলেন। এবং নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক, আর একজন ভেনেজুয়েলার নাগরিক। গুরুতর আহত ৩৬ জন যাত্রীকে সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।