২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

লন্ডনে একটি বহুতলা ভবনে ভয়াবহ আগুন

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে হঠাৎ করে একটি জনবহুল এলাকার মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির ফায়ার সার্ভিসের প্রায় একশ’ সদস্যের দীর্ঘ সময়ের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর বিবিসির।

শুক্রবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাত তলা একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। ঠিক এসময়ই বিশাল এলাকা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভানোর অভিযান শুরু করে। বিশাল এই ভবনটির আগুন নেভাতে ব্যবহার করা হয় ১০৫ ফুট উঁঁচু দু’টি মই ও ১৫টি ফায়ার ইঞ্জিন।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তির দগ্ধ হওয়া বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরই ফায়ার অ্যালার্ম শুনে দ্রত বাইরে বেরিয়ে আসেন ভবনের সব বাসিন্দারা। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই যানা যায়নি। তবে ইতিমধ্যেই দেশটির পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত