
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অল্প কিছু লোকের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পুরো সম্প্রদায়কে সমস্যায় পড়তে হয়। তিনি জানান, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু লোক বিদেশেও প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে মারামারিতে জড়ান।
আজ বুধবার ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “আমি কয়েকবার মধ্যপ্রাচ্যে গিয়েছি। ওখানে শুনেছি, ওরা ঘোষণা দিয়ে বলে, ‘এইটা সিলেট-ব্রাহ্মণবাড়িয়া, মারামারি হবে!’ এটা শুনে আমি হতবাক!”
তিনি আরও বলেন, “সৌদি আরবে একটি জায়গায় বাঙালি মাস্তানরা টাকা ছিনতাইয়ের জন্য বাসায় ঢুকে মানুষকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে—এমন ঘটনাও ঘটেছে। আমি জিজ্ঞেস করেছি, পুলিশে জানান না কেন? তারা বলে, জানালে সবাইকে পুলিশ বের করে দেবে।”
আসিফ নজরুল বলেন, “দশজন অপরাধ করে, তার ফলে দশ হাজার বা দশ লাখ প্রবাসীকে ভোগ করতে হয়। এভাবে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
তিনি জানান, বাহরাইনে বাংলাদেশি নাগরিকদের কর্মী পাঠানো বন্ধ হয়েছে, কারণ সেখানে একজন স্থানীয় মালিককে বাংলাদেশি এক কর্মী হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
সবশেষে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের ভাবমূর্তি বাঁচাতে হলে, বিদেশে গিয়ে আইন মেনে চলতে হবে। এ ধরনের ঘটনার কারণে আমাদের কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।”