
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা যেন মরণ ফাঁদ পেতেছিলেন। তার বিষাক্ত ঘূর্ণিতে ছিন্নভিন্ন হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১০০ রানে ছিল মাত্র ১ উইকেট, অথচ এরপর মাত্র ৬ রানে হারিয়েছে ৭ উইকেট! scoreboard তখন ১০৬/৮।
অথচ শুরুটা ছিল দারুণ। ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত সাবলীল ব্যাটিংয়ে লক্ষ্যভেদে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শান্ত রান আউট হতেই হঠাৎ বিপর্যয় শুরু। এরপর হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণি-জাদুতে একে একে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ ও অন্যরা।
মাঠে তখন লঙ্কানদের বাঁশির শব্দ আর বাংলাদেশের ব্যাটসম্যানদের হতাশ মুখ।
মাত্র কয়েক মিনিটেই যেভাবে ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস, তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। ৫ রানে ৭ উইকেট হারানোর এমন নাটকীয় পতন ক্রিকেটবিশ্বে যে কোনো দলের জন্যই দুঃস্বপ্ন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের জয় কিংবা হার—তা যেন এখন শুধু সময়ের অপেক্ষা।