
আওয়ার টাইমস নিউজ।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বর্তমান আধুনিক এ বিশ্বে প্রযুক্তির ব্যবহার যতই বাড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের পরিমাণও। এখন প্রায়ই শোনা যাচ্ছে বিভিন্ন মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাকাররা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও বড় বড় কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে, ফলে ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে ভুক্তভোগীরা
এবার জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের নকল ভার্সন বানিয়ে ফেলেছেন একদল হ্যাকাররা। এবং এর মাধ্যমে তারা লাখ লাখ মানুষের ফোন হ্যাক করার চেষ্টা করছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইয়াহু নিউজের প্রতিবেদনে জানা যায়, গুগল প্লে স্টোরে টেলিগ্রামের একটি সংস্করণ পাওয়া গিয়েছে, যাতে ট্রোজান ম্যালওয়ার রয়েছে। ট্রোজান একটি স্পাইওয়্যার। ম্যালওয়ার থাকা টেলিগ্রাম অ্যাপের এই নকল সংস্করণটির নাম ‘এভিল টেলিগ্রাম। মূলত এই নকল টেলিগ্রাম অ্যাপের সাহায্যে খুব সহজেই ব্যবহারকারীদের ফোন হ্যাক করার চেষ্টা করা হচ্ছে ।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এভিল টেলিগ্রাম অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে ইতিমধ্যেই এই অ্যাপটি কোটিরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে, ফলে অসংখ্য মানুষের মহা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে।
এদিকে অ্যাপ ডেভলপাররা দাবি করেছেন, আসল টেলিগ্রাম অ্যাপের চেয়ে দ্রুত কাজ করে নকল ভার্সন। এই অ্যাপটিতে ক্ষতিকারক কোড রয়েছে। আর এর সাহায্যে সহজে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।
টেলিগ্রাম অ্যাপ ব্যবহারকারীদের আইডি, নাম, ফোন নম্বর এবং যোগাযোগের তথ্য ছাড়াও আরও অন্যান্য ব্যক্তিগত তথ্যও পেয়ে যাচ্ছিল দুর্ধর্ষ এসব হ্যাকাররা। এবং এই অ্যাপের কোড থেকে ট্রোজান ম্যালওয়্যারের কোড পাওয়া যায়। এভিল টেলিগ্রাম অ্যাপ দিয়ে ব্যবহারকারীদের সম্পর্কে সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছিল। অতএব যদি কারও ফোনে নকল এই অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে যত দ্রুত সম্ভব এটি ডিলিট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যেকোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছেন তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞরা।