আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপের ফাইনালে খেলার অন্যতম দাবিদার পাকিস্তানকে শেষ বলের খেলায় কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল শ্রীলংকা।
আগামী রোববার (১৭ সেপ্টেম্বর ) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। বাবর আজমের দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীলংকার দিকে।
পাকিস্তানের হয়ে ৭৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৫২ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৪৭ রান করেন ইফতেখার আহমেদ।
অঘোষিত এ সেমিফাইনালে ৪২ ওভারে ২৫৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা দল। শেষ বলে দুই রানের প্রয়োজন ছিল লংকানদের তবে ৪ মেরেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।