আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বায়তুল মোকাররমে অবস্থিত স্বর্ণ মার্কেটের নিচে থাকা একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগেছে। গতকাল শনিবার রাত দেড়টায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
জানা গিয়েছে, বাইতুল মোকাররমের স্বর্ণ মার্কেটের নিচে ২০ নম্বর দোকান গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লি. নামে একটি ফাস্টফুডের দোকানের ভিতর থেকে রাত দেড়টার দিকে ধোঁয়া দেখতে পেলে ওই ব্যাক্তি সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করে জানান। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়ে সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটির একটি ফ্রিজের মধ্যে আগুন লাগে। এসময় দোকান বন্ধ ছিল। পরে মার্কেটে নিয়োজিত রাতের প্রহরী ও কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করলে তারা ব্যার্থ হন। এরপর তারা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।