আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ চার বছরের অপেক্ষার প্রহর শেষে অবশেষে পর্দা উঠেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। আজ উদ্বোধনী ম্যাচে মাঠে নামে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড দল। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৫০ রান।