
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বিশেষভাবে সতর্ক করেছেন যে, অটোয়া-দিল্লি কূটনৈতিক বিরোধের কারণে কিছু সময়ের জন্য ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত।
এরিক গারসেটি তার টিমকে অনির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে সীমিত করার পরামর্শ দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে এ দাবি করা হয়েছে।