আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জঙ্গিবাদ রোধে প্রকৃত ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে মসজিদের ইমামসহ আলেম-ওলামাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে পূর্বাচলে ইমাম সম্মেলন ও মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ বজায় রাখতে আলেম-ওলামাদের সহযোগিতাও চেয়েছেন শেখ হাসিনা।
ফিলিস্তিনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সব সময় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেলজিয়ামের সম্মেলনে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের বিশেষ প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।