আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গেল শনিবারের ২৮ অক্টোবর সমাবেশের নামে সহিংসতা করায় বিএনপি নিজেদের সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার গণভবনে তাঁর সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এ কথা জানান সরকার প্রধান।
বিএনপির মহাসমাবেশ কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি–জামায়াত যে সন্ত্রাসী দল এটাই তারা আবার প্রমাণ করল। কানাডার আদালত কিন্তু কয়েকবার এ কথা বলেছে। মাঝে কিছুটা রাজনৈতিক কর্মসূচি করছিল। সরকার কোনো বাধা দেয়নি। তবে একটাই শর্ত ছিল ভাংচুর করবে না। মানুষের আস্থাও তাঁরা পাচ্ছিল। ২৮ তারিখ যে ঘটনা তারা ঘটাল; যেভাবে পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা।’ এসময় প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দিতে হয় সেভাবেই শিক্ষা দিবো।