
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা ও গণতান্ত্রিক ভূমিকা তুলে ধরে একটি বিশেষ ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ডকুমেন্টারিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ২ মিনিট ৪০ সেকেন্ডের এই ডকুমেন্টারির শিরোনাম ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’। এতে বেগম জিয়ার রাজনৈতিক যাত্রা, সংগ্রাম, শিষ্টাচার, সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। প্রেস উইং জানায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দৃঢ় অবস্থানের কারণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক চরিত্র হিসেবে চিহ্নিত।
ডকুমেন্টারিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নেতৃত্ব এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় তার অবদান বিস্তারিতভাবে দেখানো হয়েছে। পাশাপাশি এক-এগারোর পরিস্থিতিতে নিজের ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপস না করার দৃঢ়তাকে ‘অটল অবস্থান’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের দমন-পীড়ন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় কারাবরণের ঘটনাও দেশবাসীর সামনে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।
ডকুমেন্টারির শেষ অংশে বলা হয়েছে, “বেগম খালেদা জিয়া-জাতি আপনার সুস্থতা কামনায় একসঙ্গে প্রার্থনা করছে।”
সরকারি এই প্রকাশনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক বার্তা বহনকারী প্রচারণামূলক কনটেন্ট হিসেবে দেখছেন।
























